এই কোর্সে আপনি যেকোনো সময় ভর্তি হতে পারেন। এটি একটি রেকর্ডেড কোর্স—লাইভ ব্যাচ
নয়। আমাদের লাইভ ব্যাচের রেকর্ডের ক্লাসগুলো দিয়ে এই কোর্সেটি তৈরি করা হয়েছে।
এই কোর্সটি কাদের জন্য?
বিসিএস কিংবা অন্য যেকোনো চাকরির নিয়োগ পরীক্ষায় ইংরেজিতে কাঙ্ক্ষিত ফলাফলের
জন্য যারা নিজেকে প্রস্তুত করতে যাচ্ছেন;
ইংরেজিতে যাদের দক্ষতা একেবারেই সন্তোষজনক নয়; যারা শুরু থেকে, ধরে ধরে,
হাতে-কলমে চর্চার মাধ্যমে ইংরেজি শিখতে চান;
যারা এখনও অনার্স কিংবা মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত আছেন এবং এখন থেকেই চাকরির
প্রস্তুতিটা শুরু করতে চান;
উপরের সবার ক্ষেত্রে English for Job Seekers একটি কার্যকর কোর্স। এই কোর্সটি সফলভাবে শেষ করলে ইংরেজি গ্র্যামারের
পাশাপাশি ইংরেজিতে আপনার Reading, Writing এবং Speaking-এই ৩টি দক্ষতার অভূতপূর্ব উন্নতি হবে। দেশের শত শত
শিক্ষার্থী আমাদের কোর্সটি থেকে আশাতীত সুফল পেয়েছেন এবং বিসিএস-সহ বিভিন্ন
পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। কোর্সটি সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের মতামত পড়ুন
এখানে।
কোর্স কন্টেন্ট এবং মেয়াদ
এই কোর্সে রয়েছে ৮০টি লাইভ সেশনের রেকর্ডেড ভিডিয়ো।
ভিডিয়োগুলো আমাদের ফেইসবুক প্রাইভেট গ্রুপে ধারাবাহিকভাবে আপলোড করা আছে এবং ২০২৬ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত গ্রুপে সংরক্ষিত থাকবে।
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে আপনাকে গ্রুপে যুক্ত করা হবে এবং কোর্সবুকের পিডিএফ প্রদান করা হবে।
নিজের সুবিধা মতো সময়ে আপনি ভিডিয়োগুলো দেখতে পারবেন।
ভিডিয়ো দেখার সময় কোনো প্রশ্ন তৈরি হলে ভিডিয়োর নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করা যাবে। তবে আমাদের অভিজ্ঞতা থেকে বলা যায়, মনোযোগ দিয়ে ক্লাস দেখলে সাধারণত কোনো প্রশ্ন থাকে না।
কোর্স ফি এবং ভর্তি প্রক্রিয়া
কোর্স ফি : ২০০০ টাকা।
কোর্স ফি পরিশোধের জন্য প্রস্তুত হলে আমাদের ফেইসবুক পেইজে মেসেজ দিন। আমরা আপনাকে bKash / Nagad / Rocket নম্বর জানিয়ে দেব।
পেইমেন্ট নিশ্চিত হলে আপনাকে আমাদের প্রাইভেট ফেইসবুক গ্রুপে যুক্ত করা হবে।